অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
অক্টোবর ২৩, ২০২৪
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
অক্টোবর ২৩, ২০২৪
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সৈকত রায়হান -
সৈকত রায়হান – যুগল কবিতা

খোঁজ

সে কি আছে কোথাও, আশপাশে—
আমার উঠোনে।
আজকাল সত্যি কিছু ঠাহর করা যায় না!
বেবুঝ-বেহুঁশের মতো সব একাকার—
সভ্যতার সান্দ্র ঘোর চোখে পরিয়ে দিয়েছে
নবীন ঠুলি,
অন্তর্জাল মনের আকাশে এনেছে
অপার স্বাধীনতার বিস্তর আড়াল!
অথচ তাকে দেব বলে উঠোনজুড়ে
জমা করেছি রাশি
রাশি জারুল ফুল।

সে কি ভালোবাসার নায়ে তুমুল বাদাম তুলে
এতটুকু আওয়াজ দেবে প্রাণে…?

আলো জেগে থাকে

স্বপ্নগুলো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়
অন্ধকার রাতে তীব্র কোনো নক্ষত্রের মতো,
চারপাশে একার সন্ন্যাস আর
নির্জন মরুর তীব্র নীরবতা
বুকে নিয়ে— বেদুঈনের চোখ ফেটে
রক্ত ঝরে!

দূরতম দ্বীপের মতো—
অসামান্য কারুকাজে স্বপ্নসমূহ
জেগে ওঠে।
বিস্তর বাহানায় পুরোনো অন্ধকার
মুল্লুকজুড়ে ফিরে ফিরে আসে।
দখলের পাঁয়তারা রুখে দেয়
সহস্র চোখের বিনিদ্র পাহারা।

স্বপ্নমগ্ন একটি আলো দূরে জেগে থাকে
কিছু স্বচ্ছ প্রত্যাশা ঘিরে।

কম্পিউটার ভুবন, ফারুক হোটেল (দোতলা), একাডেমি, ফেনী থেকে

 

Print Friendly, PDF & Email

Read Previous

এদিক-সেদিক ঘোরাঘুরি

Read Next

শিল্পপথের দুর্ভাগা যাত্রী তারেক মাহমুদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *