
ভালোবাসার দেশ
আকাশ আজ রাঙিয়েছে নীল
আকাশের গায়ে গায়ে,
প্রজাপতি উড়িয়েছে পাখা— লাল-নীল
ভালোবাসার দেশে
যেখানে জীবন হাতে হাত রাখে
মিতালি করে পাখির সাথে
নবসূর্যের আলোয় পৃথিবী নতুন সকাল দেখে।
তুমি-আমি হারিয়ে যাব ওই ভালোবাসার দেশে।
কৈশোর
মাছরাঙা মন
নিয়ে চষে বেড়ানো পুকুর,
ঘুঘু-ডাকা-দুপুর
কিংবা ফিঙের বহতা পাখায়
তার কুচকুচে শরীর ও জ্বলজ্বলে চোখে
এক দুরন্ত কিশোর।
উড়ে বেড়ায় ফড়িং—
কৃষ্ণচূড়া রং,
প্রজাপতি-বিকেল,
যার মনে ফুটে থাকে সবুজ-সকাল।