অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
এপ্রিল ১৯, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এপ্রিল ১৯, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সোহেল রানা -
সোহেল রানা – যুগল কবিতা

ভালোবাসার দেশ

আকাশ আজ রাঙিয়েছে নীল
আকাশের গায়ে গায়ে,
প্রজাপতি উড়িয়েছে পাখা— লাল-নীল
ভালোবাসার দেশে
যেখানে জীবন হাতে হাত রাখে
মিতালি করে পাখির সাথে
নবসূর্যের আলোয় পৃথিবী নতুন সকাল দেখে।
তুমি-আমি হারিয়ে যাব ওই ভালোবাসার দেশে।

কৈশোর

মাছরাঙা মন
নিয়ে চষে বেড়ানো পুকুর,
ঘুঘু-ডাকা-দুপুর
কিংবা ফিঙের বহতা পাখায়
তার কুচকুচে শরীর ও জ্বলজ্বলে চোখে
এক দুরন্ত কিশোর।

উড়ে বেড়ায় ফড়িং—
কৃষ্ণচূড়া রং,
প্রজাপতি-বিকেল,
যার মনে ফুটে থাকে সবুজ-সকাল।

 

Print Friendly, PDF & Email
সোহেল রানা

Read Previous

এদিক-সেদিক ঘোরাঘুরি

Read Next

শিল্পপথের দুর্ভাগা যাত্রী তারেক মাহমুদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *