অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
আগস্ট ২৯, ২০২৫
১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
আগস্ট ২৯, ২০২৫
১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পুরস্কার গ্রহণ করলেন ১০ জন সাহিত্যিক -
চর্যাপদ সাহিত্য একাডেমির কবিতা উৎসব- ২০২৫ অনুষ্ঠিত

চর্যাপদ সাহিত্য একাডেমির কবিতা উৎসবে পুরস্কার গ্রহণ করলেন ১০ জন

নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো চর্যাপদ সাহিত্য একাডেমির কবিতা উৎসব-২০২৫। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চাঁদপুর শহরের ইউরেশিয়া চাইনিজ রেস্টুরেন্টে সবুজ ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান কথাসাহিত্যিক নাসরীন জাহান। প্রধান আলোচক ছিলেন জলছবি সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ।
অনুষ্ঠানে দেশের ১০ গুণী ব্যক্তির হাতে তুলে দেয়া হয় চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২৩ ও ২০২৪। কবিতায় আশরাফ আহমদ, কথাসাহিত্যে নাহিদা আশরাফী, গবেষণা সাহিত্যে হাসান আলী, সংগীতে শহীদুল্লাহ ফরায়জী, চারুকলায় মোহাম্মদ আজাদ হোসেনের হাতে ২০২৩, কবিতায় হোসেন দেলওয়ার, সংগীতে মিল্টন খন্দকার, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ, সংগঠনে গৌরাঙ্গ সাহা, বিপ্লব ও গণমিছিলের কণ্ঠস্বর বিভাগে রকিব লিখনের হাতে ২০২৪-এর পুরস্কার তুলে দেয়া হয়।
একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে, মহাপরিচালক রফিকুজ্জামান রণি ও উদযাপন পরিষদের সদস্য সচিব শিউলী মজুমদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সাবেক সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাস। স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপমহাপরিচালক দুখাই মুহাম্মাদ। শুভেচ্ছা বক্তব্য দেন চর্যাপদ একাডেমির উপমহাপরিচালক নন্দিতা দাস, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স ও সিসিডিএ-এর চাঁদপুর সদর উপজেলার সমন্বয়কারী নার্গিস আক্তার। শংসাপত্র পাঠ করেন নন্দিতা দাস, জয়ন্তী ভৌমিক, আইরিন সুলতানা লিমা, কামরুন্নাহার বিউটি, রিমি মজুমদার, দিপান্বিতা দাস, সাথি, নাজমুল ইসলাম, খাদিজা মুন্নি ও গীতিকবি রাসল ইব্রাহীম।
প্রথমেই সোম দত্তের পরিচালনায় নৃত্যধারা সংগঠনের একঝাঁক তরুণশিল্পী নৃত্য পরিবেশন করেন। তারপর দিলীপ ঘোষের হাওয়াইয়ান গিটার, রবীন্দ্র মজুমদারের গান ও বাচিকশিল্পীদের কবিতা আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি নিয়মিত পুরস্কার প্রদান করে আসছে। এবার অনুষ্ঠান পার্টনার ছিলো ফোকাস মোহনা ও ইয়ূথ ফোরাম বাংলাদেশ।

Print Friendly, PDF & Email

Read Previous

অনুপ্রাণনের ‘সাম্প্রতিক বাংলাদেশের কবি ও কবিতা সংখ্যা’র মোড়ক উন্মোচন

Read Next

ছায়ামুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *