
কবিতায় “মহীয়সী সাহিত্য সম্মাননা -২০২৬ ও সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা -২০২৬ “পেলেন অনুপ্রাণন প্রকাশনীর কবি ও লেখক তানভীর আহমেদ হৃদয়।
কবি তানভীর আহমেদ হৃদয়। জন্ম ৩ ডিসেম্বর ১৯৮৫ ইং, বিক্রমপুর -মুন্সিগঞ্জ।
তার পিতার নাম মোমিন আলী শেখ ও মাতার নাম সরুফা বেগম।
তানভীর আহমেদ হৃদয় ১৯৯৬ সাল থেকে লেখালেখির সাথে যুক্ত আছেন। তিনি একাধারে কবি, কথা সাহিত্যিক, গল্পকার ও প্রাবন্ধিক।
প্রথম প্রকাশিত কবিতা : রক্তমাখা স্বাধীনতা। ১৯৯৭ সালে, ১৬ ডিসেম্বর উপলক্ষে “চেতনা” নামক একটি বিশেষ ক্রোড়পত্রে প্রকাশিত হয়।
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ : উপকূলে উপত্যকায় -২০০২।
উপন্যাস, কবিতা, ছোটগল্প, কিশোর উপন্যাস, শিশুতোষ গল্পগ্রন্থসহ এ পর্যন্ত তার ১২টি একক গ্রন্থ প্রকাশিত হয়েছে । রয়েছে কিন্ডারগার্টেন সহায়ক গ্রন্থ বাংলা -ইংরেজি ৩ টি ছড়ার বই।
যৌথ কবিতাগ্রন্থ : ছয় তরুণের কাব্যবিলাস -২০০৭ (মুক্তদেশ), বৃষ্টিতে ভাসেনা স্বাধীনতা-২০১৫ (কেবিবিএফ)।
যৌথ গল্প গ্রন্থ : ব্যথার শ্রাবণ যৌথ, কাচের পাহাড়, নৈ:শব্দ সহ আরও অনেক।
তিনি প্রথম দশকের একজন শক্তিমান কবি ও লেখক। তার কবিতা ধ্বণি ও অর্থবহুল কিন্তু ছন্দমাত্রা পেরুনো।
তানভীর আহমেদ হৃদয় এর কবিতা বাংলাদেশ, ভারত ছাড়াও আমেরিকার বাংলা পত্রিকাগুলোতে নিয়মিত প্রকাশিত হচ্ছে।
প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে , “পদচিহ্ন,” উপকূলে উপত্যকায়, “এইসব ঘর সংসার,” “রক্তবিষ”, “আলোর শালিক,” “অচেনা রৌদ্রের রঙ”ও “আয়নায় বিধ্বস্ত মুখ” উল্লেখযোগ্য।
প্রকাশিতব্য গ্রন্থের নাম “তুমি ছিলে ম্যাসেজ, আমি ছিলাম ড্রাফট” ও “উড়ন্ত ছায়ার নাচ “।
কবিতায় এ বছর তিনি –
“সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা -২০২৬ ও মহীয়সী সাহিত্য সম্মাননা -২০২৬” পেয়েছেন।
