শাহানারা ঝরনা -
শাহানারা ঝরনা – গুচ্ছকবিতা
হয় না কোনোদিন বিষাদের জ্যামিতিক ভাঁজে সাজানো ননস্টপ কথার ফুলঝুরি দিনে দিনে বড় বেশি বাড়ন্ত হয় কালজয়ী ঋণের আতিথেয়তা অক্ষরের প্রজাপতিদল পর্যটনে যায় পরদেশি মেঘেরা হয় ভ্রমণচারী বাউল, বাউলের একতারা সুর ভীষণ অচেনা এখন ব্যথারা
Read More