রনি অধিকারী -
লোকালয় ছেড়ে আমি একদিন
অবারিত মাঠে প্লাবনের ঘাটে একদিন ঠিকই যাব লোকালয় ছেড়ে নির্জনতার আড়ালে। লোকালয় ছেড়ে চলে যেতে হবে নির্জন প্রান্তিকে... ঢেকে রাখা ক্ষত শোকার্ত শরীর, প্রতীক্ষার নীল জলে হেঁটে। ব্যর্থতার উঠোনে প্রেম আর অগ্নিতে বেঁধেছে বাসা! লোকালয়
Read More