অমিয় মল্লিক -
আমার না থাকা শূন্যে
আমার না থাকাটাই তো শূন্যতা সমুদ্রের গভীরে উত্তেজিত স্রোতের ঘূর্ণি ঝড়ের পূর্বাপর সম্পর্কে অনন্তের বিস্তার একদিন নিশ্চয়ই কোথাও অঙ্কুরিত হব ইচ্ছেধারী প্রেমের আল্পনা ছুঁয়েছিল ফাল্গুনী হাওয়া বারুদের নিজস্ব গন্ধও মিশে আছে গোলাপি ঠোঁটে অনাবিল সঙ্গমের
Read More