
আমার শহরে চলছে কৃষ্ণচূড়ার মিছিল
রাস্তার মোড়ে চায়ের টংয়ের উপর
থোকায় থোকায় লাল,
যেন নববধূর কপাল রাঙানো সিঁদুর!
পাশের বাড়ির কৃষ্ণচূড়া বারান্দা
ভোরের আলোয় যেন লাল গালিচা।
এই আমার শহর, কৃষ্ণচূড়ার লাল!
আমার শহরে চলছে কৃষ্ণচূড়ার মিছিল
যুবকের প্রাণে এই লাল যেন
প্রেমিকার আলতা রাঙা পা।
কিশোরী বুকে ফাগুন হাওয়া!
আমার শহরে চলছে কৃষ্ণচূড়ার মিছিল
এই মিছিলে আমার হৃদয় দুয়ারে
তুমি এক অসমাপ্ত স্লোগান—
‘তোমাতে শুরু, তোমাতেই শেষ’।
আমার শহরে চলছে কৃষ্ণচূড়ার মিছিল
গ্রীষ্মের প্রখরতায়, কাকেদের মেলায়।
হে প্রমিক!
জেনে রেখো তুমি;
তোমার বুকের আগুন ঝরে,
আবার আমার শহরে মিছিল হবে,
টকটকে লাল কৃষ্ণচূড়ার!
কামরাঙ্গীর চর, ঢাকা ১২১১
One Comment
বাহ। দারুণ ❤️