অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
জুলাই ৩১, ২০২৫
১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
জুলাই ৩১, ২০২৫
১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌ জাহান -
কৃষ্ণচূড়া

আমার শহরে চলছে কৃষ্ণচূড়ার মিছিল

রাস্তার মোড়ে চায়ের টংয়ের উপর

থোকায় থোকায় লাল,

যেন নববধূর কপাল রাঙানো সিঁদুর!

 

পাশের বাড়ির কৃষ্ণচূড়া বারান্দা

ভোরের আলোয় যেন লাল গালিচা।

এই আমার শহর, কৃষ্ণচূড়ার লাল!

আমার শহরে চলছে কৃষ্ণচূড়ার মিছিল

যুবকের প্রাণে  এই লাল যেন

প্রেমিকার আলতা রাঙা পা।

কিশোরী বুকে ফাগুন হাওয়া!

আমার শহরে চলছে কৃষ্ণচূড়ার মিছিল

এই মিছিলে আমার হৃদয় দুয়ারে

তুমি এক অসমাপ্ত স্লোগান—

‘তোমাতে শুরু, তোমাতেই শেষ’।

 

আমার শহরে চলছে কৃষ্ণচূড়ার মিছিল

গ্রীষ্মের প্রখরতায়, কাকেদের মেলায়।

হে প্রমিক!

জেনে রেখো তুমি;

তোমার বুকের আগুন ঝরে,

আবার আমার শহরে মিছিল হবে,

টকটকে লাল কৃষ্ণচূড়ার!

 

কামরাঙ্গীর চর, ঢাকা ১২১১

 

Print Friendly, PDF & Email

Read Previous

ঘরবাড়ি ঘুমকথা

Read Next

তিনটি অণুগল্প – অগোছাল স্বপ্ন, নারীর টানে ও উঠতি সংসার

One Comment

  • বাহ। দারুণ ❤️

Leave a Reply to Nazia Islam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *