অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
ডিসেম্বর ৭, ২০২৩
২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
ডিসেম্বর ৭, ২০২৩
২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

জারিফ আলম -
মুদ্রিত দুঃখের ধারাপাতে

কখনো মেঘ আর রোদের নিজস্ব ভঙিমায়

সংসারে উত্থানে-পতনে জড়িয়ে যাই

নাম ভূমিকায় কখনো নিজের বিপরীতে।

কতটুকু জীবন দেখে নিজেকে দেখা যায়

আয়নায় কতটুকু দেখি নিজের বিভ্রম!

হাহাকার শেষে কতটুকু নির্জন প্রশান্তি

ঘিরে আছে প্রেমের ভূমিকায়!

এই যে এত ভূমিকা এতো উপসংহার

উপহাসের মোড়কে দখলে কার কতখানি

ছায়ারাও প্রতিবিপ্লবী এখন প্রতিনায়কের ভূমিকায়।

কিছু অশ্রুপাতে প্রতিদিনের সংঘাতে

তবু তো বেঁচে থাকা তবু তো জীবন

চাহিবামাত্র নিজেকে আর

খুঁজে পাওয়া যায় না এখানে

 

Read Previous

ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি 

Read Next

লর্ড ডানসানি’র সাতটি উপকথা

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *