অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
জুলাই ২, ২০২৫
১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
জুলাই ২, ২০২৫
১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দালান জাহান -
দালান জাহানের একগুচ্ছ কবিতা

কোন সুসংবাদ নেই
চোখ ভর্তি শূন্যতায় ভিজে ভিজে
শূন্যস্বর ঘর থেকে নেমে আসে রাস্তায়
শর্করার কুয়াশায় আগুন অজস্র যুদ্ধ
আয়েশে গান গায় মানুষ পাখি
সেরিব্রামে রক্ত আদর হারানো সঙ্গীত
নিদ্রিত চোখে ঢেউ নরম জোছনা।
গত জন্মে বৃষ্টির পর মেঘেদের অন্তঃসত্ত্বা খবর
ছাপে না কোনো আঁধার আকাশ
রিসিপ্টারে কোনো সুসংবাদ নেই
আশ্চর্য নিস্তব্ধতায় ডুবে আছে গ্লিয়াল সেল
সৌন্দর্যে উৎকর্ষে সাঁতার কাটি বোবা বৃক্ষে
কখনও আর নদীর কাছে যাই না
নদীর সুগন্ধ পেলেই মনে পড়ে অনেক জীবন।

একা
যেখানে খুশি যাও বনের পাখি ঘর বাঁধে না
রেললাইন অপেক্ষায় ট্রেনের প্রবল ঘর্ষণ চায়
আদরে আদরে সাদা হয় লোহা
আমার টাইফয়েড জ্বর
আমি চাই না। আমি চাই না। নাপা চাই না।
দুঃখের শিল্পালয় ছেড়ে
কখনও উড়ে যায় না বৃষ্টি ও শীত বাতাস
ঘরকোনা ব্যাঙ সারা বছর ছিঁড়ে ছিঁড়ে খায়
প্লাজমে জমা জোছনার সুতো….
এই যে মেঘ-বৃষ্টি-সমুদ্র ভর্তি প্রণয় কান্না
বস্তুত এ দুঃখ আমার অথবা তারও না
আমি চিরদিন একা….
আমি কারো না। আমি কারো না।

তোমাকে মুখস্থ করা যায় না
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখস্থ করছি পথ
পথ মুখস্থ করতে গিয়ে মুখস্থ করছি
বাড়িঘর জানালায়-জানালায় লেগে থাকা মেদ।
পড়ছি রাত মুখস্থ করছি অন্ধকার
ব্ল্যাকহোল ই এম সি স্কয়ার
উত্তরের দ্বিধা পুবের দ্বন্দ্ব
দখিনের বুক ভাসানো বুদবুদ বাতাস।
মুখস্থ করছি জল নদীর মমতা
প্রবাহমান হাসির গাণিতিক দানা
পড়ছি! পড়ছি! ভুলে যাচ্ছি! ভুলে যাচ্ছি!
কিছুতেই কিছু জীবনপাঠ যথেষ্ট হচ্ছে না
তোমাকে মুখস্থ করা যাচ্ছে না
তোমাকে মুখস্থ করা যায় না।

মানুষ জন্ম
আমি কখনও তার অর্থ অনুসন্ধান করি না
যে কিনা সমস্ত অর্থের মা হয়ে বসে আছে
তোমার আমার শিরায় শিরায়….
সঙ্গীত অথবা সঙ্গম বাতাস
সুর, বৃষ্টি ও ছন্দঘড়ি মূলত একই কক্ষপথে
রোপণ করে যায় আদেশের সৌরসুর।
আমি কখনও জানতে চাই না
আমি কখনও জানতে চাইবো না
জলের নাচ
পাখির ডাক
মাটির বিবাহ উৎসব
কারণ আমি মানুষ হয়ে জন্মেছি।

নোটবুক
এই পাঠ্যসূচি সিলেবাসে ছিল না
বিশেষজ্ঞ মোটিভেশনাল খুন
আবেগচাষি বর্গা হৃদয়
রাত্রিকালীন সূর্য সংখ্যাগামী আদম পাহাড়
বেদনার বাস অশান্ত আয়না
স্বভাব খোলে ঘুমিয়ে থাকা হৃদয়
ভাঙা ইট ঢাকনা ঢাকা মুখ।
প্রণয় ভেঙে ভেঙে অসংখ্য আত্মারা
ক্রমশই তৈরি করছে অশ্রু, পাথর-মৃত্যু
পাঠশেষে নদীদের স্বাস্থ্য খারাপ
পাখিদের ঠোঁট ভর্তি আগুন
বৃক্ষদের পাতা ভর্তি মদ
গুগল ক্লাস!
গর্ত করে লিখে রাখছে
নোটবুকের আগুন।

দালান জাহান
বোয়ার সেন্ট্রাল আফ্রিকা
Email: dalanjahan001@gmail.com

Print Friendly, PDF & Email

Read Previous

দেবাশীষ ধরের গুচ্ছ কবিতা

Read Next

চন্দনকৃষ্ণ পালের কবিতাগুচ্ছ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *