অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
ডিসেম্বর ৭, ২০২৩
২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
ডিসেম্বর ৭, ২০২৩
২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দালান জাহান -
দালান জাহান – গুচ্ছকবিতা 

ম্যাজিকল্যান্ড

জবাবহীন প্রশ্নোত্তরে তিনি দিয়ে থাকেন নদী ও মাছ জীবনের সম্প্রনিননাদ।

এই সুখগুলো নাক-মুখ বন্ধ করে
তিন দমের বাড়ি যায়
আবার লাফাতে লাফাতে বিক্রি হতে হাজির হয়
মুখহীন দাঁতহীন জলটেবিলে।

এই সব শুদ্ধশূণ্য গল্পতৃষ্ণার
অলংকৃত ফটোগুলো
জিহ্বা থেকে যাচ্ছে দূরের কসাইখানায়
অনলাইনে
‌সম্পাদকে
কাগজে এবং মস্তিষ্কে।

মস্তিষ্ক উর্বরশীল চিন্তাস্পিন
আশ্চর্য এক ম্যাজিকল্যান্ড।

দুঃখখুঁটি

ইদানীং ফিরতে ভুলে যাচ্ছি
ঠিক কোথায় ফিরব
ক্যালেন্ডারে বন্দি জীবন
প্রদর্শনীতে ব্যস্ত তার দোতারা শরীর
তবুও বার, মাস বছর ভুলে যাচ্ছি।

দুঃখখুঁটি ভেঙে একদিন
পৃথিবী ভর্তি জল দিয়ে তৃষ্ণা মেটাবে
প্রেমিক শিশু..!
হায় শিশু অনাদরে লম্বা শিশু!
জন্ম মৃত্যু মায়াবাস ভুলে যাচ্ছি।

হাসি ভুলে যাচ্ছি কান্না ভুলে যাচ্ছি
কাচ্চিতে মুখ তোলা যমজ ভালোবাসা
একরাত দুঃখ খেয়ে তিন রাত কুকুর!
জানে না মানুষ সুনাম করছি! সুনাম করছি!
ফিরতে ভুলে যাচ্ছি! ফিরতে ভুলে যাচ্ছি।

প্রেমপ্রেস

ঘুমন্ত হাতের আঙুলগুচ্ছ পাগল
দিনরাত ঘুরে বেড়ায় মদ্যপ ছায়া।
বোকা আকাশ ছুটি যায়
ভুল খুশিতে ছাড়ে তিনরতি মেঘমুক্তা।
নিদ্রান্ধ সুখস্রোতে বার্ষিকী মানে
অচিন্ত্যপুরের মিষ্টিমাখা বৃষ্টিবিন্দু।
এক জনমের বদহজম স্বর্ণকেশী শ্বাসচিহ্ন
একচন্দ্র বিরহে নীল শিল্পনদী
জীবন সাদা কালো মুদ্রিত প্রেমপ্রেস
প্রেরণাপুরে ভীষণ কোনো আত্মীয় নেই
প্রেমলীন এই ভাস্কর্যমন উপমা বিষাদ।

 

+ posts

Read Previous

ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি 

Read Next

লর্ড ডানসানি’র সাতটি উপকথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *