
চড়ুইভাতির দিন
একদা মানুষ ছিলাম বলে মনে হয়!
কতিপয় দিন ও রাতের গল্পে বুদ থাকে শরীরী নেশা
শ্লেষ্মায় জড়িয়ে ছিল আমাদের বিবেক
আধোঘুমে মুখভর্তি থু থু নয় কফ ফেলো গোপন ঘৃণায়।
একদা মানুষ ছিলাম বোধ হয়!
চড়ুইভাতির দিনে পরিবর্তিত প্রেক্ষাপট
উলটো পথে সময়ের রথ নিয়ত খামচায়।
নিশিরাতে সাদা কুকুরের আনাগোনা,
আযান হয়নি তখনো।
ফজরের আগে ফরজগোসল,
চুরি করে পাকা জাম খাওয়ার মতো ভালোবাসা,
জীবন কখনো সখনো একদম পানসে মনে হয় !
স্নিগ্ধ রাতের গল্প
কোনো একদিন তোমাকে কবিতা পড়ে শোনাবো
গোধূলি বিকেল অথবা স্নিগ্ধ রাতের
সে গল্পে তোমাকেই নায়ক হতে হবে।
তোমার রুমালে কোন পারফিউমের ঘ্রাণ!
খুব চেনাচেনা শরীরী গন্ধ;
হালকা শিশিরে মিলিয়ে যায় কুয়াশার অঘ্রাণ।
খাপ খোলা তলোয়ারের মতো জোড়া চোখ
কুচকুচে ভ্রুযুগল- বড্ড সুন্দর মুখশ্রী;
আর হাসিটাও অনিন্দ্য একেবারে।
এ্যাই তুমি না একটা আস্তো খুনি
তবে আসামি নও,
তাই কাঠগড়ায় দাঁড়াতে হবে না কোনোদিন।
এখনও বুঝলে না। উফ! একদম বোকার হদ্দ ।
ঠিক আছে আর বুঝতে হবে না…!