অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
জুলাই ২৭, ২০২৪
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
জুলাই ২৭, ২০২৪
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবু আফজাল সালেহ -
আবু আফজাল সালেহ – যুগল কবিতা

এটা তো পৌরুষ না, এটা তো কাপুরুষ

তুমি অসহায় হয়ে দাঁড়িয়ে
নির্ভেজাল হয়ে
ক্লান্তি নেই, গ্লানি নেই, কূট কোনো ভাবনাও নেই
অথচ আমি পাপ কিনছি তোমাকে নিয়ে।
তুমি হয়তো জানোই না
এমন ভাবনার চিন্তাও মাথায় আসেনি তোমার
পাপের চিন্তায় বারবার আমার মগজে
তোমাকে ঘিরে
নিষ্পাপ তোমার মধ্যে মুখোশে আমি।
তোমার আস্থা ও বিশ্বাসে কত ভুল জানো?
আমরা জানি,
পুরুষরা পোষে এসব

আমার মতো এমন ভণ্ড অনেক পাবে
ময়লার স্তূপের গন্ধ সাদা পোশাকে ঢেকে রেখেছে
এসবই তো ভণ্ডামি, এসবই তো একরকমের গুণ্ডামি
এটা তো পৌরুষ না, এটা তো কাপুরুষ।

 

 

লাল ব্লাউজ

এক তরুণী পরেছিল সবুজ শাড়ি, লাল ব্লাউজ
ঘুরছিল মুক্ত বাতাসে
শবের মধ্য দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল
অস্থিরতা থেকে, খাঁচা থেকে মুক্তির খোঁজে
কিছু শব পিছে নেয়
দৌড় দেয় তরুণীর পিছে পিছে।

অন্ধকারে কী যে ঘটল, পথচারী দেখতে পায়নি
পথগুলিও বিষম শত্রু হয়ে গেল হঠাৎ
মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায়নি!

গোলাপ হয়ে উঠতে চেয়েছিল মেয়েটি
হতে পারেনি
প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে যায় পথেই।

 

Print Friendly, PDF & Email

Read Previous

ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি 

Read Next

লর্ড ডানসানি’র সাতটি উপকথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *