অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
মে ২৯, ২০২৫
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
মে ২৯, ২০২৫
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ভাষান্তর : আকিব শিকদার -
রোকে ডালটন-এর দুটি কবিতা

রোকে ডালটন লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী বিপ্লবী কবি, যাকে চে গুয়েভারার পরেই স্থান দেয় লাতিন বিশ্ব। তার জন্ম ১৯৩৫ সালে, সালভাদরের এক উচ্চবিত্ত পরিবারে। ১৯৫৫ সালে তিনি কম্যুনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৫৯-৬০-এ কৃষক অভ্যুত্থানে সক্রিয় অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হন। তার মৃত্যুদণ্ড ঘোষণা করে স্বৈরাচারী একনায়ক সরকার। কিন্তু অদ্ভুতভাবে ফাঁসির দিনেই সেই স্বৈরশাসকের পতন ঘটে, আর তিনি বেঁচে যান।

১৯৬১-তে দেশত্যাগ করে মেক্সিকোতে চলে যান। সেখানেই তার কাব্যপ্রতিভার বিকাশ ঘটে। এরপর তিনি চলে যান কিউবায়, এবং লাতিন আমেরিকার একজন অন্যতম প্রধান বিপ্লবী কবি হয়ে ওঠেন। কিউবা থেকে যান প্যারাগুয়ে, সেখানে তার রাজনৈতিক বক্তৃতা অনেককে চমৎকৃত করে।

১৯৬৫-তে ফিরে আসেন দেশে। সশস্ত্র বিপ্লবে অংশ নিয়ে আবার গ্রেপ্তার হন। তার মৃত্যু হয় ১৯৭৫-এর ১০ মে, বিপ্লবীদের মধ্যে চলা এক আন্তঃসংঘর্ষে।

কেবল তো শুরু

আমার সুহৃদু, এক সম্ভাব্য কবি,

মধ্যবিত্ত বুদ্ধিজীবীর হা-হুতাশকে

এভাবে করলেন চিত্রায়িত :

‘আমি তো বুর্জোয়ার কয়েদ বন্দি,

তা ছাড়া আমি আর কীই বা হতে পেরেছি।’

এদিকে মহান বের্টোল্ট ব্রেখট,

কম্যুনিস্ট, জর্মন নাট্যকার ও কবি

(পদবিক্রমটা ঠিক এমনি) লিখেছিলেন :

‘ব্যাংক প্রতিষ্ঠার অপরাধের তুলনায়

ব্যাংক ডাকাতি তেমন কি আর মন্দ কাজ?’

এ থেকে আমি যে উপসংহার টানি, তা দাঁড়ায়:

নিজেকে অতিক্রম করতে গিয়ে

যদি মধ্যবিত্ত বুদ্ধিজীবী

ব্যাংক ডাকাতি করেই ফেলে

তবে বলতে হবে সে তেমন কিছুই করেনি

কেবল নিজেকে একশ’ বছরের ক্ষমা

পাইয়ে দেওয়া ছাড়া।

 

লাল বিপ্লব

পাখিরা উড়ে যায়, রাঙা বিপ্লব ছড়িয়ে যায় চারপাশে—

রক্ত সবসময়ই লাল, লাল ডুবে যাওয়া সূর্য

বারুদের আগুনও লাল, ঈগলের ঠোঁটের আঘাতে

যে রক্ত বেরিয়ে আসে জংলি মেসের পিঠ থেকে—

লাল, শুধু লাল।

ডুবে যাওয়া সূর্যের দোহাই, জ্বলে ওঠা বারুদের দোহাই

আমাকে তোমরা ঈগলের মতো হিংস্র হতে বলো না—

মেসের চামড়া উৎপাটনের মতো তোমাদের

বিপর্যয় ডেকে আনতে যেও না।

Print Friendly, PDF & Email

Read Previous

কান্তু কবিরাজ

Read Next

ছড়া কি শিশুসাহিত্য?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *