অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
মে ৮, ২০২৪
২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
মে ৮, ২০২৪
২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আল মামুন -
অন্য রূপ

এমনই তোমার অন্তঃসলিলা রূপ,
তোমার ভেতর ডুবছি, তলিয়ে যাচ্ছি খুব।
যতোই আমি ভাসতে চাইছি, উঠতে চাচ্ছি পারে,
চোখও তোমার চোরাবালি যেন, ডুবছি অন্ধকারে।

কেমন দ্যাখো-
চাইছি তোমায়, ডাক পাঠাচ্ছি খামে,
অন্য কাউকে সম্বোধনেও ভুল হয়ে যায় নামে।

বিমর্ষতা, বিষন্নতা ও
ডিপ্রেশনের দুরারোগ্য জ্বর,
উবেই গেছে কর্পূর যেন, দূরের দেশান্তর।

হাতের ছোঁয়ায়
ডাকু হয়ে যায় মরুর পিয়াসী প্রাণ,
ভালোবাসা পেয়েই তবে- বন হয় উদ্যান।

তোমার সমীপ্য
তোলপাড় করে- আন্দোলনে নামে,
অথচ তুমি অবুঝ যেন, শান্ত ভীষণ, ক্লান্ত বিশ্রামে।

Read Previous

আমি অথবা আমরা

Read Next

সঞ্চয় সুমনের দুটি কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *