অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
নভেম্বর ২৮, ২০২৫
১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নভেম্বর ২৮, ২০২৫
১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শফিকুল ইসলাম সোহাগ -
অবক্ষয়ের মাতাল মৌসুম

অতঃপর, দীর্ঘশ্বাস ফেলি
নগ্নতার বিমুর্ষ নগর ঘেঁষে প্রতিদিন দেখি
অসভ্য কথাওয়ালাদের উদ্ভট চিৎকার
অসচ্চরিত্রের স্বার্থান্ধ গড়ে ডাস্টবিনের স্তুপ
দুরারোগ্য মাস্তান দেখায় ক্ষমতার দাপট

জোঁক চুষে খায়,
অবক্ষয়ের মাতাল মৌসুম
রক্তের ত্রাস ক্রমশই বুনে দীর্ঘমেয়াদী কৌশল

দুর্গত প্রতিবেদনের বেওয়ারিশ কুকুর
দখল করে কাঙ্ক্ষিত অধিবেশনে

অসভ্য সংস্কৃতির দুর্ঘটনায়
পুড়ে ছাই হয়েছে আমাদের প্রেরণা
আশীর্বাদের ঝুড়িগুলো আজ তলাবিহীন
বিভ্রান্তির আত্মঘাতী ভাড়াটে দালাল
আগ্রাসী মস্তিষ্কে শুঁকে বিদ্বেষের ধোঁয়া
অশ্লীলতার নষ্ট উৎসবে মহড়া দেয় জনশূন্য হাত…

 

Read Previous

দুর্যোগ

Read Next

দহনকাল – ১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *