
অবশেষে জানা গেল যে
তোমাকে ছাড়া আমি বাঁচি কী করে!
অবশেষে জানা গেল যে
সৃষ্টি সময়ের বোতলে বন্দি
এক খেলোয়াড়ের খেলাঘর
যদি তুমি মনে কর তুমি বোতলে বন্দি
তাহলে দীর্ঘকাল বোতলেই বন্দি
আর যদি তুমি মনে কর তুমি মুক্ত
তাহলে তুমি কালোত্তীর্ণ
বোতলমুক্ত
মুক্ত
তুমি কি বোতলে নাকি বাহিরে!
অবশেষে জানা গেল যে
কী এক গোলকধাঁধা
তোমাকে ছাড়া আমি কীভাবে বাঁচি!
ওমর ফারুক
বন্যাকান্দি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ নিবাসী।
প্রকাশিত গ্রন্থ
কাব্য : জলের গুহা, কালের বাঁশি, সিঞ্চিতিকা, বন্দিনী বাস।
প্রবন্ধ : সত্যদ্রষ্টা লালন শাহ্, মানবধর্ম, শান্তি দর্শন।
শিশুতোষ : ছোটদের ছড়া ছোটদের পড়া।
নাটক : প্রসেনিয়াম থিয়েটার— ইউসুফ জুলেখা, আর কত দিন, দ্বিতীয় পর্বের শুরু, আতংকিত নরকে।
পথনাটক : নষ্ট জিজ্ঞাসা, মানুষ হবি কবে।
সম্পাদনা : মানুষমক্কা (লিটল ম্যাগাজিন)।
One Comment
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সম্পাদক মহোদয়, সমৃদ্ধ সংখ্যাটির জন্য এবং অনেক গুণী লেখকের সাথে আমার লেখাটিও প্রকাশের জন্য।