
পিঠ ভিজে যায় ঘামে
পাশ ফিরে শোওয়া হয় না
নিষেধের ঘেরাটোপে…
ঘুমটুকু কেড়ে নিয়েছে অনিশ্চয়তার এক বলিরেখা…
ফ্যানের ব্লেডগুলো দামাল হয়ে দাপিয়ে চলেছে
অনন্তের পথে…
ভগ্ন চেহারা নিরুপায় হয়ে কাটিয়ে দেয় রাতের একাকিত্ব,
শব্দ যখন নিজেই থামে, ডানা মেলে নীরবতা…
বড় নির্মম, হেলদোল নেই সময়ের;
ভাবনাদের ইচ্ছে ছিল ইচ্ছেনদীর আঁকে-বাঁকে
ঘুরপাক খাবে… রাস্তা হারাল!
বেহিসেবি মনটা খুঁজে চলেছে
অজানা এক আলোর দিশা…
অগোছাল, অনিয়মের ঘূর্ণাবর্তে বাধা পেল
বিবেকের ভালোবাসা;
ফেলে আসা লাট্টু-লেপ্তি জট পাকল
মাঝরাতের ভাগ্যচক্রে।
ড. সোমনাথ বসু
একাধারে একজন এডুকেটর, গবেষক ও হোমিওপ্যাথি সুচিকিৎসক। তার লেখা পাঠ্যবই পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরিক্ষার্থীদের অবশ্যপাঠ্য। এছাড়া একাধিক বিজ্ঞান প্রবন্ধের সুলেখক। কবিতা লেখা তার নেশা। আনন্দ, বিরহ, অভিজ্ঞতা, উপলব্ধি তার কবিতায় মূর্ত হয়। গল্প লেখাও তার ভালোলাগার একটি ক্ষেত্র। আদিবাসী সমাজ-সংস্কৃতি তার লেখালেখির আঙ্গিনায় একটি বিশিষ্ট ক্ষেত্র। কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাসের নৃতাত্ত্বিক বিশ্লেষণে বর্তমানে মগ্ন আছেন।
somnathbasu63@gmail.com