
কেমন আছে পোড়াদেহগুলো?
এখনো কি শ্বাস ছাড়ছে বেঁচে থাকার জোর চেষ্টায়…
নাকি হাল ছেড়ে দিয়ে চলে গেছে বহুদূরে…
কোনো আদিমতার খোঁজে, যেখানে এখনো আগুন জ্বালতে শিখেনি মানুষ।
যেখানে পাথর ঠুকতে হাত দিয়েছে সবে…
ছাড়িয়ে নিল কি সে হাত ওরা…
পোড়া আগুনের দাউ দাউ থেকে বাঁচাবে বলে…।
সবুজ চাইছে। চাইছে লতাপাতায় বুনো ঘর, বুনো বাহু।
আচ্ছাদনের কৃত্তিমতা নয় আর
উন্মুক্ত প্রকৃতি, দু হাত পাতা, পাতবে এবার নতুন শয্যা শীতল মৃত্তিকায়।
বন্ধ ঘরে দমবন্ধ মৃত্যু আর নয়
চায় তাই ফিরে পেতে সেই আদিমতা।
একটি সরল জীবন, সরল জৈবিক বাঁচা।
একটি আকাঙ্ক্ষিত মৃত্যু।