
নিচু হতে হতে আর উচুঁ করতে পারি না পৃথিবীর মুখ
সে আজ অন্ধ হয়েছে, ডিমের কুসুম ভাঙা কষ
নৃতত্ত্ব পড়ে এখন যে কেউ মানুষের মতো থাকে
মেঘ থেকে জামা তৈরি করে নদী যায় পথের বাড়ি
একদিন তাদের খাঁচায় মাংস ছুঁড়ে দেবে সময়
কে আর খাঁচা খুলবে!
সকাল হলেই পাখি ডাকে
এখন অন্ধকার, কেউ ডাকে না
চুলের মতো ঢেকে থাকে জীবনের ফাঁদ।
সবাই অন্ধ হলে জ্যোস্নাও ম্লান ছবি আঁকে
কখনো দেখতেই পাইনি পেছনে আলো ফেলে
কাঁদে কিনা জোনাকি মেয়ে
রাত্রির কালো শাড়ি ঝুলে থাকে
ঝিঁ ঝিঁ মেয়েরা দুপুরের রোদে পুড়ে কেঁদে যায়
কার জন্যে?
One Comment
অসাধারণ, মুগ্ধ হলাম।