
আমি শুধু জানি গন্তব্যে আসল পরিচয়— আমার বেঁচে থাকা এই নিষিদ্ধ নগরী।
রক্তে-অশ্রুতে মাখামাখি এক রহস্যে নরক। কোন চুলোতে যাব বলো!
একটা বিহ্বল বিন্দুতে যদি দাঁড়িয়ে থাকি অবিচল দারুচিনি গাছের মতো
কিংবা কম্পাসবিহীন সাম্পানের ন্যায় আমি দিগন্ত দিশেহারা। পাগলপ্রায়!
সর্বোপরি হতভাগা ঈশ্বরের সহযাত্রী আমি! আমাকে নিয়ে যাবে কোনো অচেনা নগরীতে!
অথবা, গহিন অরণ্যে! একমুঠো স্বস্তির স্নিগ্ধতা আমি তুলে রাখব মানিব্যাগে।
শরীরের জ্যামিতি ভাঙার জন্য তুমি আমাকে নিয়ে যাবে গ্রীক রমণীর দেশে!
উষ্ণ শরীর থেকে আমি গড়িয়ে দেব তরল পারদ, শরীরের ভাঁজ খোলার জন্য
আঙুলের ম্যাজিক তুমি শিখিয়ে দেবে, আমি মধুর ভাণ্ডার থেকে তখন আকণ্ঠ তুলে নেব অমৃতের স্বাদ।