অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
আগস্ট ৩০, ২০২৫
১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
আগস্ট ৩০, ২০২৫
১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সুচরিতা চক্রবর্তী -
চাঁদের মতো গলছে শরীর

মধুমাস খুনসুঁটি করে পিচ গলা রাস্তায়
কবি চামচে করে রোদে চুমুক তোলে,
কবিতা লেখে নারীবিষয়ক আর মন্দ্রাকান্তা নারী হয়ে ওঠে গলিপথ।
একাদশীর চাঁদের মতো শরীর গলছে
ধান মাড়িয়ে যাচ্ছে ডাকাত হাওয়া।
কবিতারা মধুকক্ষে ঢালছে তরল প্রেম। আমি কেবল ব্যাকুল নেকড়ের মতো
অমৃত সুধা পান করি অস্থির আত্মায়।
গোলাপের সুবাস, চুমুর সুবাস, শ্মশানের অন্ধকারে বুক নিংড়ে খোঁজে শান্তি।
শিহরণ, তুমি কেঁদো না অগোছালো আদরে
একটা আস্ত চাঁদ চাই; অলৌকিক রাতে
এখনো ক্ষীণ রক্ত বইছে জীবন-মুদ্রায়
এসো মুমূর্ষু এসো আত্মীয়-স্বজন
যোজনখানিক বুকে হাত রাখো মাথা রাখো
জঠরে পালিত হোক দীর্ঘদিনের পলি।

Kolkata 700149

 

Print Friendly, PDF & Email

Read Previous

তমুদ্দুন

Read Next

ডুব

One Comment

  • সুন্দর…

Leave a Reply to Mir Abu Raian Cancel reply

Your email address will not be published. Required fields are marked *