
ডুবে ডুবে জল খাওয়া বিদ্যাটি ভুলতে বসেছি
জল আমার ঘর সীমানা থেকে হাঁটি হাঁটি পায়ে সুদূর প্রবাসী
আমি কেবল চাতক চেয়ে থাকি কালো ধূসর মেঘের দিকে
কখন যে ভাসিয়ে দেবে এই গৃহকোণ
বয়স যদিও বড় বাধা- সমাজও কম যায় কিসে!
ওরা দুটিতে হরিহর আত্মায়
মনের ইচ্ছেগুলো ডানা মেলা গাঙচিল, চপলা চঞ্চলা হরিণী
আজকাল ডুবে ডুবে জল খেতে হাজারো বাধার বেড়াজাল
ছিল কী এতো শত কৈশোর যৌবন বেলায়!
মনটা তো বয়সী বট-পাকুড় নয়
দিব্বি হেঁটে চলা চোরাকাঁটা, আকন্দ ঝাড়, হাজারো মধুফুল
প্রজাপতি ওড়াউড়ি পাতাবনে সংসার।
ডুবে থাকা শ্রাবণ জলে তোমারই হাতের ছোঁয়া
বর্ষা কদমে আমাদের সেই প্রথম চুম্বন।