অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
মে ১৭, ২০২৪
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
মে ১৭, ২০২৪
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রানা জামান -
দাবানল খেয়ে যাচ্ছে আদিগন্ত সবুজ

পেছনে যেতেছি অশ্রু গিলে ছেনে ইতিহাস
ঐতিহ্য অনেক মুক্তো হয়ে পূর্ব পুরুষে প্রোজ্জ্বল

নদীর নাব্য অযাচিত বাঁধে পড়ছে মুখ থুবড়ে
জন্ম নিচ্ছে প্যাঁচা অন্তরে বাহিরে মাছের শিথানে
রবীন্দ্র সঙ্গীতে ভাংড়া লেগে আজ অসীম বিথানে
কানের খৈলও পড়ে দিবারাত্রি খুব রে!

থেকে যেতে ইচ্ছে করে অতীতের স্বর্ণালি আসরে
কী সম্প্রীতি টুকরো কালের নিগড়ে মাছরাঙা বিলাস
অফুরান অভ্র নিয়ন্ত্রিত জলে শান্তির মিনার
সময় নিদ্রালু স্বপ্নের অখিলে নেই বানরের পিঠাভাগ
চাষির প্রতুল হাসি ফসলের উল্লাস আমোদে

হোচটে চেতন বিবমিষা গিলে অসীম সাঁতার পেতে থই
উন্মত্ত লাভায় সরাবে বেহুশ সভাসদ পুরো
আমজন্তার রক্ত সিন্ডিকেটে পুড়ে হচ্ছে খই
ঐতিহ্য স্বার্থের অন্ধত্বে হতেছে অহোরাত্র গুঁড়ো

সুরঙ্গ জুড়িয়া আঁধারের প্যাঁচা মেতে আছে নৃত্যে
রজনীগন্ধ্যার বলি হয়ে যাচ্ছে জাক্কুম বৃক্ষের সতত আধিক্যে
দাবানল খেয়ে যাচ্ছে আদিগন্ত সবুজ বিস্তার
লঙ্কায় আসীন হয়ে গেছে আজ পার্বতী রাবণ।

 

+ posts

Read Previous

শিল্প-সাহিত্যের অন্তর্জাল, অনুপ্রাণন – ৫ম সংখ্যা

Read Next

মেঘ পাহাড়ের ডাকে