অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
মে ১৪, ২০২৪
৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
মে ১৪, ২০২৪
৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোহেল রানা  -
বর্ষা রানির দেশে রাজা

টিনের চালে রিমঝিম বৃষ্টি—

রানির সঙ্গী রাজা। কদম তার সৌন্দর্যে স্ফুট।

বনলতা-রূপে জীবনানন্দ-মুগ্ধতা!

উর্বশীর নগ্ন শরীর। ভিজে যাচ্ছে মর্তলোক!

সদ্য বৃষ্টিধোয়া পাপড়ি। পথঘাট। চারপাশ।

মেঘপুঞ্জের ফাঁকে সূর্য মাঝেমাঝে উঁকি দেয়—

দিনকে প্রতিপাদ্য করে রানির শরীরে সাঁতার কাটছে রাজা!

আর রাতে চাঁদ রচনা করবে হিরণ্ময় ফুলশয্যা!

বাতাসের নৌকো ভেসে যায় মর্তলোক

মর্তলোক থেকে স্বর্গলোক;

আকাশের সিঁড়ি বেয়ে হড়াই নদীর অববাহিকা—

সমুদ্র-গভীর থেকে উঠে আসছে উঁচু উঁচু প্রশস্ত ঢেউ!

নিসর্গ-বিছানায়, রাজা রানির শরীর নিয়ে মত্ত—

কস্তুরীর ভেতর কোড়া-পাখির সংসার।

ডাকাডাকিতে ফিরিয়ে আনল শৈশব!

 

+ posts

Read Previous

শিল্প-সাহিত্যের অন্তর্জাল, অনুপ্রাণন – ৫ম সংখ্যা

Read Next

মেঘ পাহাড়ের ডাকে