
তারপর একদিন,
জীবনের একটা সময়ে সে দাঁড়িয়ে
আমার সমস্ত ভালোবাসা
একত্রে ঢেলে দিল জ্বলন্ত হোমে।
হোমাগ্নের ঘৃতে সে ভালোবাসা,
পুড়ে হলো ছাই।
অতঃপর পোড়া ভালোবাসা মিলে গেল,
কদলী, কাষ্ঠ, তাম্বুল আর পল্লবে।
আর কদলী, কাষ্ঠ, তাম্বুল, পল্লব!
পুড়ে মিশে গেল তপ্ত বালুর গহিনে।
পোড়া ভালোবাসাকে তুলে আনতে—
দুগ্ধকে ডেকে পাঠিয়েছিল কোনো তৃতীয় জন
দুগ্ধ আজও ফিরে আসেনি, কোনো খবরও নাই;
শুনেছি, মরুভূমির তপ্ত বালু চুষে নিয়েছে দুধ।
আর ভালোবাসা?
সে এখনও নিখোঁজ সংবাদে।
One Comment
অনেক ধন্যবাদ। সম্পাদকসহ সকল কলাকুশলীদের কাছে কৃতজ্ঞতা।