অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
মার্চ ১৩, ২০২৫
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
মার্চ ১৩, ২০২৫
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

অনির্বাণ চক্রবর্তী -
ভালোবাসার নিখোঁজ সংবাদ

তারপর একদিন,

জীবনের একটা সময়ে সে দাঁড়িয়ে

আমার সমস্ত ভালোবাসা

একত্রে ঢেলে দিল জ্বলন্ত হোমে।

হোমাগ্নের ঘৃতে সে ভালোবাসা,

পুড়ে হলো ছাই।

অতঃপর পোড়া ভালোবাসা মিলে গেল,

কদলী, কাষ্ঠ, তাম্বুল আর পল্লবে।

আর কদলী, কাষ্ঠ, তাম্বুল, পল্লব!

পুড়ে মিশে গেল তপ্ত বালুর গহিনে।

পোড়া ভালোবাসাকে তুলে আনতে—

দুগ্ধকে ডেকে পাঠিয়েছিল কোনো তৃতীয় জন

দুগ্ধ আজও ফিরে আসেনি, কোনো খবরও নাই;

শুনেছি, মরুভূমির তপ্ত বালু চুষে নিয়েছে দুধ।

আর ভালোবাসা?

সে এখনও নিখোঁজ সংবাদে।

 

Print Friendly, PDF & Email

Read Previous

বোধনের আগেই নিরঞ্জন

Read Next

হিন্দি চলচ্চিত্র ও অবিবাহিতা মায়েদের মাতৃত্ব

One Comment

  • অনেক ধন্যবাদ। সম্পাদকসহ সকল কলাকুশলীদের কাছে কৃতজ্ঞতা।

Leave a Reply to অনির্বাণ চক্রবর্তী Cancel reply

Your email address will not be published. Required fields are marked *