অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
নভেম্বর ২৮, ২০২৫
১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নভেম্বর ২৮, ২০২৫
১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আলভী রহমান শোভন -
মরেও বেঁচে থাকি

আমি যখন ছাতিম ফুলের
বন্য গন্ধ মেখে তোমার অপেক্ষায় থাকি,
তুমি তখন মত্ত থাকো
নতুন নতুন শরীর আবিষ্কারের নেশায়।

হেমন্তের হিম হিম সন্ধ্যায়
যখন আমি চাদর তলে
তোমায় হাতড়ে খুঁজি,
তুমি তখন ব্যস্ত
সবুজ আলোর স্নানের ঘরে
কামাতুর মাদকতায়;
অন্য কারো সাথে।

আচ্ছা…তোমার কাছে ভালোবাসা কি?
এ কি তোমার শুধুই কামুক নেশার
অগ্নিগিরি নেভানোর পাঁয়তারা?
নাকি রন্ধ্রে রন্ধ্রে প্রতারণার
মায়াজাল বিছিয়ে
শরীর থেকে শরীরে বিষ ঢেলে দেওয়া?

সাদা পাতার চিঠিগুলো
হলদেটে হয়ে যায়,
ফুলের পাপড়িরা শুকিয়ে
বিবর্ণ হয়ে যায়,
আর আমিও ঘায়েল হওয়া
তৃণভোজী পশুর মতো
মরেও বেঁচে পড়ে থাকি।

Read Previous

অন্ধকারের বুকে আলোর ফেরিওয়ালা

Read Next

লতিফা
ভালোবাসা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *