
শানঘর দ্যাখলেই, আমি দাঁড়িয়ে যাই
বাঁকানো দা বটিতে দেখি বিদ্যুৎ
কব্জিতে নেচে ওঠে গান
ঝং ঝং শব্দে বেজে চলে শান
ঝকঝক ছুরিতে ঝুলে থাকে মাথা
দেয়ালময় ছড়িয়ে থাকে ছোপছোপ রক্ত দাগ
শানঘরের ফুলকিতে পুড়তে থাকে কুলি
নড়তে নড়তে হাতপাশ, সন্ধানে ভেসে উঠে কোনো এক বাক্যবাগীশ মুখ
মসৃণ ডাঁটে পুরে রাখে শেল,
দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্যাখি হাওয়া কল
কার বুকে বিঁধে যাচ্ছে নিদারুণ
সংহার নেশায় হয়ে মাতাল,
ফিরে যাচ্ছি সকরুণ, ছেড়ে অতঃপর শানঘর