অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
এপ্রিল ২৬, ২০২৪
১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
এপ্রিল ২৬, ২০২৪
১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিঃশব্দ আহামদ -
শানঘর

শানঘর দ্যাখলেই, আমি দাঁড়িয়ে যাই

বাঁকানো দা বটিতে দেখি বিদ্যুৎ

কব্জিতে নেচে ওঠে গান

ঝং ঝং শব্দে বেজে চলে শান

ঝকঝক ছুরিতে ঝুলে থাকে মাথা

দেয়ালময় ছড়িয়ে থাকে ছোপছোপ রক্ত দাগ

শানঘরের ফুলকিতে পুড়তে থাকে কুলি

নড়তে নড়তে হাতপাশ, সন্ধানে ভেসে উঠে কোনো এক বাক্যবাগীশ মুখ

মসৃণ ডাঁটে পুরে রাখে শেল,

দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্যাখি হাওয়া কল

কার বুকে বিঁধে যাচ্ছে নিদারুণ

সংহার নেশায় হয়ে মাতাল,

ফিরে যাচ্ছি সকরুণ, ছেড়ে অতঃপর শানঘর

 

+ posts

Read Previous

প্রখ্যাত তাজিক কবি লায়েক শের আলির কবিতা

Read Next

শিল্প-সাহিত্যের অন্তর্জাল, অনুপ্রাণন – ৪র্থ সংখ্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *