অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
এপ্রিল ২০, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এপ্রিল ২০, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মাসুম মুনাওয়ার-এর গুচ্ছকবিতা

আত্মমৈথুন

আমাদের মনে আজ জন্মেছে বিষাদ

ক্রমে দূর থেকে দূরে চলেছি সগ্গলে-

পরিবার-পরিজন, গ্রাম থেকে দূরে

বাবা-মা, প্রেমিকা থেকে দূর সীমানায়

রক্তের বাঁধন থেকে চৌকাঠ পেরিয়ে-

কিছু মৃত্যু মুখোমুখি হয়েছি কেবল।

ছায়া হয়ে মিশে গেছে বিষাক্ত বাতাস

পারছি না যেতে তাই তোমার নিকট

হায় পাণ্ডব আমার, অধরা প্রেমিক-

বসে আছো প্রেমিকার হৃদয় আসনে

আফসোস করি রোজ! তোমার সুরত

পাইনি কেন ঈশ্বর, ভুগছি ভীষণ-

ঈশ্বর হইতে গিয়ে আহত মাসুম

ব্যর্থ প্রেমিক পুরুষ কিংবা পাপাচারী।

 

স্বীকারোক্তি

দূর সীমানায় ডাকে- রোজ রোজ তারে

লাল কৃষাণীর মেয়ে- বিহান-দুপুর

বড্ড বাড়াবাড়ি তার- এসো প্রিয়তম

নীরবে বানাই ঘর- আদম সুরত

চুপচাপ ছায়াবাজি- চলে রোজ রোজ

কৃষাণীর ঘর পায়- জীবনের সুখ

আমারে ডাকে না কেউ সুন্দর সন্ধ্যায়

নীরবে নিভৃতে কাঁদি নীল কই মাছ

মেঘের ডাকে ভাসাই চাম্পান আমার

নিব তুলে পাঠাতনে ঘোর বরষায়

সে যদি আমারে ডাকে পূর্ণিমা রাইতে

ধরা দিবো ভেদা মাছ কোমল ভাদ্রে

আবছা অন্ধকারে সে জিগাবে যখন

ভালোবাসো কারে প্রিয়- বলব তোমায়।

 

অপেক্ষা

আয়নায় প্রতিদিন গড়িয়ে সকাল

ঝাপসা কুয়াশা নামে মথুরার বনে

মনের আড়াল থেকে উকি বায় মন

প্রেমের বাজারে প্রেম চলে বেচাকেনা

আমায় না হয় কিনো- কিনে নাও প্রিয়

বাঁচাও মোরে বাঁচাও- দাসের জীবন

সবুজ পাখির বনে দেখি যদি তারে

পিছু নিবো সঙ্গোপনে- অপলক চোখে

তাকিয়ে রইবো পথ- আবেগে ভাসবো-

কাঁদো কাঁদো চেহারায় ডেকে যাবো তারে

মাতম করবো জোড়ে- ফিরে যাবে দূরে

ছুটবো আমিও একা- তাহার পিছন

আশা নিয়ে বসে থাকা আমার স্বভাব

আসুক সে যত দেরি- তবুও আসুক।

 

প্রার্থনা সঙ্গীত

হৃদয় দিয়ে কিনবে- সবুজ হৃদয়খানি

জপবে নামের মালা- করবে জিকির কার

প্রেমের খেলা খেলবে- বোধের ভেতর জেগে

সুখ নাই যার মনে- বাজবে সারা দুপুর

বইছে ঠাণ্ডা বাতাস- হৃদয়বানের বুকে

জমবে প্রেমের আলো- রঙচটা আসমানে

আলোর কসম আজ, বিলিয়ে দেবো তোমায়-

শেষের জমিনটুকু, আউশ ধানের ক্ষেত

এমন কেউ কি আছে- শুনবে কেবল ব্যথা

আপন মনে গাইবে- গাইবে আমার গান

এক প্রশংসিত সুরে- রোজ আসবে নেমে সে

জীবন দিয়ে বাসবে, বাসবে আমায় ভালো

থাকবে সারা জীবন কষ্ট যতই হউক

আসুক আসুক মেয়ে ইদের মতো আসুক।

 

হাওয়াসঙ্গী

হাওয়া বাজাও বাঁশি- ব্যাকুল হৃদয়

গাইছে কেবল গান কোমল মৌমাছি

হাওয়া আমরা ভালো আছি।

হাওয়া বাজাও বাঁশি- মন পুড়ে ছাই

বাঁচাও পাগলটারে দূরে তার ঘর

হাওয়া আমরা বেঁচে আছি।

হাওয়া বাজাও বাঁশি- মথুরার সুরে

মন কোকিলের গ্রামে চুপ করে রই

হাওয়া আমরা সুখে আছি।

হাওয়া বাজাও বাঁশি- অযুত জীবন

বইছি উজান পথে বহুত বছর

হাওয়া আমরা কাছে আছি।

হাওয়া বাজাও বাঁশি- আহালিয়া রাগে

উলটো পথে উলটো রথে চলছে জীবন

হাওয়া আমরা ভালো আছি।

 

Print Friendly, PDF & Email

Read Previous

রীতা ইসলামের যুগল কবিতা

Read Next

শিকড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *