অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
মে ৫, ২০২৪
২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
মে ৫, ২০২৪
২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রুদ্র সাহাদাৎ -
রুদ্র সাহাদাৎ-এর গুচ্ছ কবিতা

নিঃস্তব্ধে লুকায় মুখ

হাঁটে না আজকাল আমাদের পা
দৌড়ায় জোড়া জোড়া চোখ
মরীচিকা গ্যাঁড়াকলে আটকে আছি
পশ্চিমে যাবো ভাবছি কিন্তু উল্টো দিকে চলে যাই।

মগজে এক বাস্তবে আরেক
কি দেখার কথা কি দেখছি শুয়ে শুয়ে কাঁদছি
জীবন রহস্য আজও বুঝি না।

হাঁটে না আজকাল আমাদের পা
ঘুমহীন চোখ ঘুম খুঁজে না আর নিশাচর যৌবন।

মানুষেরা মানুষ খোঁজে পথে পথে
মাস্কের আড়ালে নিস্তব্ধে লুকায় মুখ।

কিছু কিছু মানুষের কান্না

রাত্রির আঁধারে স্বপ্নরা বড় হতে থাকে
চোখে দেখা স্বপ্নগুলো সকাল হলেই হারিয়ে যায়
খুঁজে পাওয়া যায় না আর কোনোখানে
দিনের আলোয় স্বপ্নরা মরীচিকা হয়ে যায়।

স্বপ্নের ভিতর স্বপ্নদেরও কাঁদতে শুনি
কিছু কিছু মানুষের কান্না কেউ বোঝে না, কেউ শোনে না।

শব্দহীন মনুষ্য হৃদয়

চোরাবালির গভীর গর্তে যেন হারিয়ে যাচ্ছি
শব্দহীন মনুষ্য হৃদয় আঁধারের ছবি আঁকছি।

সবখানেই আতঙ্ক ছড়িয়ে ছিটিয়ে আছে
মানবতার ম নেই বেঁচে থাকার আশা নেই
ভালোবাসাহীন ভালোবাসায় আটকা আছে জীবন।

গাইছি গান প্রাণহীন কথামালায় রঙিন মিউজিক
সঙ সেজে নিত্য অভিনয় নাট্যমঞ্চে নতুন সংলাপ।

কি পাচ্ছি কি হারাচ্ছি বেহিসাবি যৌবন
শূন্য হৃদমাঝার হতাশায় ঘেরা চারিধার।

হৃদমাঝার জুড়ে সংসার

বৃষ্টিজলে ভিজে, রোদে শুকায় মুখ
মগজ জুড়ে পরবর্তী কর্ম, বোবাচোখ
রুটিনের ভিতর রুটিন, কখন কি হতে চলেছে
ঘুমের ভিতর যোগবিয়োগ গুণ ভাগ।

সহস্র অবদার আর বাজারের দীর্ঘ লিস্টে ভরে যায় কান।

ডিসবিল, বিদ্যুৎবিল, পানিবিল, গ্যাসবিল,- শূন্য পকেট
কেউ জানে না- কেউ বোঝে না।
পাওনাদারের সহস্র সালাম, ফোনকলে সংলাপ
মাস শেষে ফ্যাকাশে মুখ। দাড়িগোঁফে যেন ঋষি।

বৃষ্টিজলে কাঁদতে গিয়ে হোঁচট খায় পা
ব্যথা লাগে না কোনোখানে, অবাক লাগে
হৃদমাঝার জুড়ে কেবলই সংসার।

উদ্বাস্তু চোখ কিছুই দেখে না

হয় না আঁকা জলের ছবি
জেগে জেগেই ঘুমাচ্ছি
বালুচরে পইরা থাকি হারিয়ে সব
উদ্বাস্তু চোখ কিছুই দেখে না
প্রকৃতির মাঝে প্রকৃতির ছবি তুলি।

ভালোবাসাহীন সমাজে ভালোবাসা খুঁজতে যাওয়া
মহাপাপ।

ভালোবাসা খুঁজতে গিয়ে
মহাপাপী হয়েই বেঁচে আছি।

হারতে হারতে ভুলে গেছি মানুষ জিততেও পারে
উদ্বাস্তু চোখ যা কখনো কোনোদিনই দেখে না…

দীর্ঘশ্বাস

মেঠোপথ সব মিশে গেছে রাজপথে
নগরায়নের ছোঁয়া নাগরিক জীবন
কোনোখানে মিতামহের আরএস, বিএস খতিয়ানসমূহ
খুঁজে পাই না আর
চৌহদ্দি সব মুছে গেছে বায়নানামা কাগুজে
নুনহীন মাঠ
বাবাহীন নোনাবাড়ি
বোবাকান্নার দীর্ঘশ্বাস

কেউ বোঝে না
কেউ শোনে না

মাছহীন ঘেরে কাঁদে চোখ
ফ্যাকাশে সহস্র মুখ…

বোধহীন পথে জোনাকিপোকা ঘোরে

কে কারে খুঁজি
কে কারে দেখি
বুঝি না কোনটা কী

মুখোশে হাঁটি মুখোশে কাঁদি
মুখোশের ভিতর আরো মুখোশ।

মানুষ মানেই এখন বিজ্ঞাপন
স্বার্থে ডুবে থাকা
স্বার্থপর সব ভালোবাসা।

আলোতেই আলো জ্বলে
অন্ধকারে আরো অন্ধকার
বোধহীন পথে জোনাকিপোকা ঘোরে।

যাযাবর চোখ যাযাবর মুখ
যাযাবর মন
কখন কোন পথে ছুটছি সঠিক জানা নেই…

 

ক্লান্ত মুখ

অন্ধকার রাত্রিতে তারা গুনতে গুনতে ক্লান্ত চোখ
চাঁদের আলোতে অষ্টপ্রহর কাঁদে মন
তুমিহীন
তুইহীন
স্বপ্নহীন
আশাহীন।

কিছু কিছু মানুষের স্বপ্ন থাকতে নেই
আমাদের স্বপ্নগুলো লুকানো গহীন অরণ্যে

চোরাবালির কালোতে আটকে আছি
কেউ দেখে না, ভালোবাসাহীন ক্লান্ত মুখ।

 

+ posts

Read Previous

নিঃশব্দ আহমেদের গুচ্ছ কবিতা

Read Next

সাদিক আল আমিনের গুচ্ছ কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *