
আজ আর নেই গাঁয়ে
সেই ছেলেবেলা
ধুলো মেখে গড়াগড়ি
কানামাছি খেলা।
দল বেঁধে বিল পাড়ে
নৌকাতে চড়া
দোয়াতের কালি মেখে
পাঠশালে পড়া।
নেই কোনো বাঁশবনে
বুজকাটা ফল
পদ্মের ফুলে ভরা
দিঘি কালো জল।
মাঝি নেই নদী নেই
নেই খেয়াঘাট
রাখালের দেখা নেই
বটতলা হাট।
চরে না তো গরু মাঠে
ওড়ে না তো ঘুড়ি
লাঠি ভরে চলে না তো
কোনো কুঁজো বুড়ি।
খেরো ঘর বাঁশ খুঁটি
উঠানের মাচা
লাউ ঝুলে পড়ে না তো
তকতকে কাঁচা।
রস নেই পিঠা নেই
নেই ঢেঁকি ভানা
সারা রাত কই ডাকে
পাখি দিনকানা।
সময়ের সাথে সাথে
হারালো যে সব
মনে যেন বাজে আজ
তারই কলরব।