
পিরোজপুর জেলা আমার
পিরোজপুরে বাড়ি,
যেই দেশেতে থাকি তবু
পড়ে থাকে নাড়ি।
আমার জেলা পিরোজপুরে
ছোট্ট ছোট্ট ঘর,
মিলেমিশে থাকি সবাই
নাই তো কেহ পর।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
মোরা হলাম ভাই,
সুখেদুঃখে এক হয়ে যাই
যার তুলনা নাই।
সুপারি আর পেয়ারা বাগান
এই জেলাতে বেশি,
আমার জেলা খুবই প্রিয়
ভীষণ ভালোবাসি।
আমার জেলা বাংলাদেশের
সব জেলারই সেরা ,
সুখ-শান্তিতে ভরপুর আর
মায়া-মমতায় ঘেরা।
জুয়েল আইচ আর খালিদ হাসান
গর্ব আমার জেলার,
আহসান হাবিব আর নানাজন
পরিচিত বেশ সবার।