অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
মার্চ ২৯, ২০২৪
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
মার্চ ২৯, ২০২৪
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আরিফুল ইসলাম  -
পিরোজপুর 

পিরোজপুর জেলা আমার

পিরোজপুরে বাড়ি,

যেই দেশেতে থাকি তবু

পড়ে থাকে নাড়ি।

আমার জেলা পিরোজপুরে

ছোট্ট ছোট্ট ঘর,

মিলেমিশে থাকি সবাই

নাই তো কেহ পর।

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান

মোরা হলাম ভাই,

সুখেদুঃখে এক হয়ে যাই

যার তুলনা নাই।

সুপারি আর পেয়ারা বাগান

এই জেলাতে বেশি,

আমার জেলা খুবই প্রিয়

ভীষণ ভালোবাসি।

আমার জেলা বাংলাদেশের

সব জেলারই সেরা ,

সুখ-শান্তিতে ভরপুর আর

মায়া-মমতায় ঘেরা।

জুয়েল আইচ আর খালিদ হাসান

গর্ব আমার জেলার,

আহসান হাবিব আর নানাজন

পরিচিত বেশ সবার।

 

Read Previous

একজন মন্ত্রীর একদিন

Read Next

শিল্প-সাহিত্যের অন্তর্জাল, অনুপ্রাণন- ৩য় সংখ্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *