
ছেলে-বুড়ো সবাই এখন ফোনে এডিকটেড,
দিনে-রাতে শুয়ে-বসে, সোফা এবং বেড।
এক হাতে আর এক আঙুলে নেই মোটে বিশ্রাম,
ইচ্ছে করে বলি ওরে, এবার তবে থাম।
অবাক ব্যাপার, থামাথামির নেয় না তো কেউ নাম,
ভূতের বেগার খেটে খেটে ফেলে মাথার ঘাম।
ছেলে-বুড়ো সবাই যখন ফোনে এডিকটেড,
কী করে দিই এমন নেশায় শক্ত বেরিকেড?
নাওয়া-খাওয়া যায় যে ভুলে
কাজ-কর্ম শিকেয় তুলে
চোখ দুটোতে ক্লান্তি নামে, নামে অন্ধকার,
নিজের ক্ষতি করছি নিজে, এতে ‘সন্দ’ কার?