অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
এপ্রিল ২৯, ২০২৪
১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
এপ্রিল ২৯, ২০২৪
১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বদরুল বোরহান  -
মোবাইল এডিকটেড

E:\Anupranon Antorjal\Anupranon Antorjal_5th Issue\Illustration_Antorjal 5\Part_1\Antorjal 5th Issue- Alonkoron, Part-1\Chora Bivag 2\chora 2.jpg

ছেলে-বুড়ো সবাই এখন ফোনে এডিকটেড,

দিনে-রাতে  শুয়ে-বসে, সোফা এবং বেড।

এক হাতে আর এক আঙুলে নেই মোটে বিশ্রাম,

ইচ্ছে করে বলি ওরে, এবার তবে থাম।

অবাক ব্যাপার, থামাথামির নেয় না তো কেউ  নাম,

ভূতের বেগার খেটে খেটে ফেলে মাথার ঘাম।

ছেলে-বুড়ো সবাই যখন ফোনে এডিকটেড,

কী করে দিই এমন নেশায় শক্ত বেরিকেড?

নাওয়া-খাওয়া যায় যে ভুলে

কাজ-কর্ম শিকেয় তুলে

চোখ দুটোতে ক্লান্তি নামে, নামে অন্ধকার,

নিজের  ক্ষতি করছি নিজে, এতে ‘সন্দ’ কার?

Read Previous

মুদ্রিত দুঃখের ধারাপাতে

Read Next

শিল্প-সাহিত্যের অন্তর্জাল, অনুপ্রাণন, ৫ম সংখ্যা (অক্টোবর-২০২৩)

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *