
সপ্তর্ষির মতো স্বাধীন
যখন বিকেল নামে উপত্যকায়
পাহাড়ের ওপারে সূর্যাস্ত
জ্বলজ্বল করে
লেকের মধ্যে শাপলার কোলে
মাছিদের গুঞ্জনে
দেবদারু, ঝাউবনের বুনো স্বাধীনতা।
যখন সন্ধ্যা জড়ো হয়
ছোট প্রাণীরা দৌড়ায়— নীড়ের দিকে
তারপর রাতের নিস্তব্ধতা
ছোট প্রাণীদের উন্মাদনায়
আমি স্বাধীন
আমার মস্তিষ্ক স্বাধীন— সপ্তর্ষির মতো।
তোমাকেই দেখি
গোলাপের মতো ভোরে
পর্বতের মতো নির্বাক, রহস্যময়
তারার সঙ্গে তারারা কথা বলে
ধূসর আলোয় ঘুমোয় পৃথিবী।
নাম না-জানা একটি নদীর উপর
নক্ষত্র জ্বলছে
আলোর কোষ ভেঙে দ্বিগুণ হচ্ছে প্রতিবার
কুয়াশায় চকচকে মেঠোপথ ঝলমল করে
জ্যোৎস্নার মাতাল উল্লাসে।
এই পথ এই ভোরে
নদীর স্রোতে শুধু তোমাকেই দেখি।