
সনেট-১
আকাশে ঈশ্বর খুঁজি মানুষে অধর্ম
আর্তের ক্রন্দনে বাজে গীতিময় বীন
মানবতার ম-নেই মূর্খ চেনে ধন
নিষ্ঠুর স্বাপদে ভরা দ্বিপদীর বন
জীবনের কাছে যেনো নেই কারো ঋণ
পশু যে মানুষ হবে সম্ভাবনা ক্ষীণ
তবু কেন স্বপ্ন দেখে অজ্ঞ অভাজন?
অশান্ত বিভ্রান্ত আজ সমাক্রান্ত মন
বেহিসেবে যায় যদি যাক চলে দিন।
এত জ্ঞান এত গতি তবু আমি অজ্ঞ
আকাশে ঈশ্বর খুঁজি মানুষে অধর্ম
লিপ্সার লেঙুড়ে হেঁটে খুঁজে ফিরি সুখআহ
বৃথা তবু করি আমি শত যাগযজ্ঞ
অন্তরে ঈশ্বর জ্ঞানে করি নাতো কর্ম
প্রাপ্তির গহীনে দেখি প্রাবল্যের দুখ।
[পেত্রার্কীয় বিন্যাস]
[কখখক, কখখক, গঘঙ, গঘঙ]
সনেট-২
উবে গেলে ঘনমেঘ নদীরা উদ্ভ্রান্ত
বঞ্চনার ইতিহাস অনেক জেনেছি
দেখেছি দুচোখ মেলে অন্ধ-অবিচার
প্রভুদের প্রবঞ্চন নির্ভয়ে মেনেছি
সয়েছি পাষাণচাপ ভ্রষ্ট-ব্যভিচার।
উবে গেলে ঘনমেঘ নদীরা উদ্ভ্রান্ত
আকাঙ্ক্ষার উৎসমূলে কুঁড়ি অবরুদ্ধ
মিইয়ে গেলে সৌরতেজ পৃথিবী প্রশান্ত
বিবরে বিদ্রোহ জমে এনে দেয় যুদ্ধ।
হইও না অথর্ব তুমি অসার মাকাল
ক্ষয়ে গেলে ক্ষীণতেজ টেনে ধরে ভয়
রুখে দাও শক্তহস্তে কৃত্রিম আকাল
মাথা যদি গুঁজে রাখো থামে না প্রলয়।
লড়াইয়ে সংগ্রামে এঁকে দিলে যতি
স্বপ্নরা হারিয়ে যায় নেমে আসে ক্ষতি।
—
[শেক্সপিয়রীয় বিন্যাস]
[ কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ ]
One Comment
আহ! কী অনবদ্য সনেট। কবি ও কবিতার প্রকাশক উভয়কেই ধন্যবাদ এমন কবিতা উপহার দেবার জন্য।