
১.
সন্ধ্যা নামলেই সাদামাটা কিছু চিহ্ন রেখে
মিশ্র বিশ্লেষণের স্বাদ নিয়ে খুন হয়ে যাবে
সম্পর্ক লুকানো দিন।
সমুদ্রের বিছানা ছেঁড়ে মেঘেদের সখ্যতা মেনে
গম্ভীর পাহাড়ের উচ্চতা মেপে
অপ্রত্যাশিত ছায়া হয়ে
শাস্ত্রের শুদ্ধতা জেনে
উৎসর্গিত ধ্বনির মতো
চিহ্নের ভেতরে ঢুকে
বসন্তের ব্যথা না বুঝে
উৎপন্ন বিন্দু আর শেষের মিলনস্থলে
নিষিদ্ধ পূর্ণতাকে সঙ্গ দিচ্ছি নির্দ্বিধায়
ব্যাকরণের সহজ বাসনা ভুলে ।
২.
ভুল ঘুমে নির্বাসনের ঋণ বাড়িয়ে
অক্ষম চোখের হেলায় বিস্রস্ত তিথিতে
না লেখা কবিতাটাই পড়তে চেয়েছো,
মুহূর্তের দুর্লভ বিশ্বাস ভেঙে লীলাচ্ছলে
আবেগী সিদুঁরে সাজিয়ে অবৈধ আঁধার
সুখের অভাবে ফিরেছি মুগ্ধ ব্যথায় ;
অসমাপ্ত স্বপ্নে ভুলের ছবি এঁকে
বিলাসী মুগ্ধতা নিয়ে তুমুল জ্বলে
বসন্ত বন্দনায় বাঁধিনি আপসের গান,
তবু কেনো অসুখের ছায়া হয়ে অকারণে ভালোবেসে প্রেমের স্তুতি শুনিয়ে
আমকেই নেভাতে শুধু মগ্ন তুমি-
উত্তরহীন অশ্বিনী?