অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
মে ৩, ২০২৪
২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
মে ৩, ২০২৪
২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৈকত রায়হান  -
সৈকত রায়হান – যুগল কবিতা

জীবন মানে

কত কী বাজে বুকে

কখনো সরব সিম্ফনি

কখনো হতাশার মতো নীরবতা!

কত লজ্জা, ঢেকে নিয়ে

মুখোশের আড়ালে

অবিরাম বেজে যায় প্রমিত সুর।

দুপুরের ভাতঘুম ফেলে রেখে

ইচ্ছেডানার উড়াল খোঁজে সাম্যের বিকেল—

নতমুখী হতে গিয়ে

হারিয়ে যায় স্বপ্নসন্ধ্যা।

এখন কেবল মৌনতার আড়াল রচি

নিজস্ব আখ্যানে,

বুঝে নিই— জীবন মানে

ক্রমাগত আঁধার নিংড়ে

অনন্ত শূন্যতায় যাত্রা।

পরাহাটে প্রেম

চোখের কোণে স্বপ্ন মেখে

বিনিদ্র এই রাত্রি ওড়াই

নিখাদ প্রেমের হাতছানিতে

হাজার কোটি শব্দ পোড়াই।

আকাশজুড়ে আলোর ঝলক

একলা ঘরে ভীষন আঁধার,

কাব্যকলার ছন্দে মেতে

মানে খুঁজি  জীবন ধাঁধার!

শেষ পারানির কড়ি আমার

কাগজ-কলম মন-মগজে,

এসব দিয়ে জীবন চলে

প্রশ্ন ওঠে ভুল সমাজে!

নিখাদ প্রেমে মন রাঙিয়ে

বাউল প্রেমিক একলা চলে,

শেষ পারানির কড়ি নিয়ে

প্রেমে মজে পরাহাটে।

 

Read Previous

ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি 

Read Next

লর্ড ডানসানি’র সাতটি উপকথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *