
বইয়ের সাথে
বইয়ের সাথে বসি এবং বইয়ের সাথে চলি
বইয়ের সাথে নিত্য আমার হয় যে গলাগলি।
বই আমাকে আলো দেখায়
যা কিছু সব ভালো শেখায়
ফোটায় ফুলের কলি।
বই আমাকে বাসে ভালো আমিও বাসি তারে
বইয়ের মতো বন্ধু ওহে নেই ভবসংসারে।
তাকে পেয়ে হলাম ধনী
সে-ই তো বুকের প্রতিধ্বনি
উঠলো আলো জ্বলি।
বইয়ের সাথেই থাকুন
বইয়ের সাথেই থাকুন সবাই
বইয়ের সাথেই থাকুন
বই আপনাকে ঠকাবেনা
এটাই জেনে রাখুন।
যখন আপন কর্মকাজে
ভাল্লাগে না কিচ্ছু
রম্য বইটি পড়ে নিয়েন
ঝাল টক ঝাল “বিচ্ছু”।
‘আলপিন’ও পড়তে পারেন
কিংবা রসিক “ঠাট্টা”
“মগজধোলাই”র সাথে ক্ষাণিক
পারেন দিতে আড্ডা।
হাদিস কোরআন পড়তে পারেন
পারেন ছড়া পড়তে
রবির লেখা কাব্যগাঁথা
ধরতে পারেন ধরতে।
সুকুমারের গল্প মজার
শরৎ বাবুর গদ্য
হুমায়ূনের উপন্যাসও
পড়তে পারেন অদ্য।
পড়ত পারেন অগিবীণা
কিংবা বিষের বাঁশি
নতুন যারা তাদের লেখায়ও
ফুটতে পারে হাসি।
পড়তে পারেন শাহীন খানের
দেশকে নিয়ে পদ্য
দেশে অনেক লেখক আছেন
লেখেন অনবদ্য।
যাদের লেখায় ছড়ায় আলো
দ্যায় যে দারুণ শিক্ষা
তাদেরই বই পড়তে আজই
নিন যে সবে দীক্ষা।
বই তোমাকে দ্যায়
বই তোমাকে দ্যায় ফুল লতাপাতা
আরো দ্যায় ছন্দ কবিতার খাতা।
দ্যায় সুখ সুরভি পাখি ডাকা ভোর
সহসা সাফল্যের খুলে দ্যায় দোর।
জ্ঞান দ্যায় মান দ্যায় করে দ্যায় বড়ো
ধন দ্যায় কাড়ি কাড়ি দ্যায় জমি ঘরও।
গাড়ি দ্যায় বাড়ি দ্যায় মুছে দ্যায় দুখ
সূর্যের আলো সে যে চন্দ্রের মুখ।
জোছনা জোনাকি মায়াবী লগন
বই নিয়ে সবে এসো থাকি হে মগন।
বই হলো কোরআনের অমর বাণী
ঘুঁচে দ্যায় দ্বিধাভয় যতো গ্লানি।
তাই বলি ভালো বই কিনে তুমি পড়ো
সাম্য ও প্রীতি নিয়ে আগামীটা গড়ো
বইমেলাতে যাবো
ইচ্ছে ডানায় চড়ে আমি বইমেলাতে যাবো
জ্ঞানীগুণি হাজার লোকের ঠিকই দেখা পাবো!
কিনবো আমি গল্পগাঁথা কাব্য ছড়া কমিকস
প্রিয়কবির দেখা পাবো আহা কী যে ইস!
অটোগ্রাফ দেবে আমায় সেলফি যে তুলবো
বন্ধ মনের দুয়ার খানি তখনি খুলবো।
অবশেষে বিদায় নিয়ে ফিরবো যবে বাড়ি
বুকের ভেতর জমবে আঁধার কান্না আহাজারি।
খুকি যাবে মেলায়
লাল টুকটুক লাল টুকটুক
খুকি যাবে মেলায়
খুশি খুশি মহাখুশি
ভাসছে সুখের ভেলায়।
মেলায় গিয়ে কিনবে বাঁশি
কমিকস ছড়ার বই
রূপকথা বই কিনে শেষে
করবেরে হইচই!
কিনবে আরো পুতুল অনেক
কার্টুন আঁকা খাতা
আমার খুকি লক্ষ্মী ভারী
একটুও নয় যা তা।