সোহেল মাহবুব -
গ্রহণ করো প্রেম
উৎসবের জোড়া প্রহর থেকে ভেসে ওঠে দীর্ঘ পরিকল্পনা অস্থির ভালোলাগা যুগপৎ বসন্ত বাজায় শিরা উপ-শিরায় ছায়ার মধ্যে ফুটে থাকে রাত ঠোঁটের ফুসফুসে লুকানো থাকে সাংঘাতিক ফাগুন বাতাস রাতের সৈন্যের চাষবাসে ফুলে ফেপে ওঠে কৃষিনক্ষত্র অপহৃত
Read More