শম্পা মনিমা-র গুচ্ছকবিতা
স্বপ্নের সব গল্পরা কথার ভাঁজে টান ধরা মনে সবটুকু জল বিষিয়ে যায়নি বুকের চারপাশে এখনো রক্ত হিম হয়নি স্মৃতির ঘড়িতে পুড়ছে দগদগে মাঘের শীত চোখের কোনে জল পুড়িয়ে ফেলতে হবে লেশ রাখতে নেই। স্বপ্ন বাড়ি
Read Moreস্বপ্নের সব গল্পরা কথার ভাঁজে টান ধরা মনে সবটুকু জল বিষিয়ে যায়নি বুকের চারপাশে এখনো রক্ত হিম হয়নি স্মৃতির ঘড়িতে পুড়ছে দগদগে মাঘের শীত চোখের কোনে জল পুড়িয়ে ফেলতে হবে লেশ রাখতে নেই। স্বপ্ন বাড়ি
Read Moreদ্রাঘিমালণ্ঠন ১. এইভাবে কোনো কোনো রাতে দ্রাঘিমালণ্ঠনে আলোকিত হয় সম্পর্কের ঝাড়! সুদূর বনানী জ্বেলে এক পরাহত জোছনার মুখ উজ্জ্বলতর, এইভাবে গোপন দরোজা খুলে বেড়িয়ে পড়ছে রাত কোনো সান্ত্বনামুখের খোঁজে, ক্ষীণ স্বরে গায় অন্তিম ব্যঞ্জনা! এদিকে
Read Moreচিরকুট-০১ (বঙ্গবন্ধু; যার তর্জনী ফুঁড়ে ফুটেছিল একটি রক্তগোলাপ) তুমি কি জানো!!! তোমার রেখে যাওয়া মানচিত্রে আজ "ঔপনিবেশিক সারসের পাখায় ভেসে বেড়ায় আধিপত্যবাদী মেঘ..." অপারেশন সার্চলাইট নৃ শং স ত ম হত্যাযজ্ঞের পর প্রতারিত মুখে বাঙালি!!
Read Moreনীরবতা তোমার মলাটবদ্ধ আঁচলে নিজেকে লুকিয়ে রেখে রেখে হারিয়েছো স্রোতধারা। অথচ শুকনো ভূমিতে সাঁতরিয়ে সাঁতরিয়ে মরুচর দিশেহারা। নদী আমার নদী, ঘুমঘোরে চলে চলে রক্তস্নাত আমি জংধরা নৌকাটায় বায় অভিমানে অভিযোগে কেঁপে কেঁপে স্মৃতির জানালায় সনাতনী
Read Moreবিষণ্ণ তিথিগুলো-৭ আজ ভালোবাসার দিনে, পুষ্পাঞ্জলি নিয়ে তুমি অপেক্ষায় থাকো। অথচ কাল একটু উষ্ণতা পাইনি চেয়েও শৈত্য প্রবাহে নিজেকে সমর্পণ করে বাধ্য হই ক্রীড়নক হতে এক দীর্ঘ রাত্রির দূর থেকে দেখো তুমি আনন্দ লুটো- মাঝে
Read Moreকোন সুসংবাদ নেই চোখ ভর্তি শূন্যতায় ভিজে ভিজে শূন্যস্বর ঘর থেকে নেমে আসে রাস্তায় শর্করার কুয়াশায় আগুন অজস্র যুদ্ধ আয়েশে গান গায় মানুষ পাখি সেরিব্রামে রক্ত আদর হারানো সঙ্গীত নিদ্রিত চোখে ঢেউ নরম জোছনা। গত
Read More