অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
এপ্রিল ২০, ২০২৪
৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
এপ্রিল ২০, ২০২৪
৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুপদ বিশ্বাস -
জীবনের মর্মকথা

মায়াময় পৃথিবীতে

খুঁজে বেড়াই জীবনের অস্তিত্ব।

ব্যস্ততায় কেটেছে অর্ধায়ু—

সমীকরণে অমিল হলেও বিবেকের কাছে

শুধুই অনুমেয়!

জীবনপ্রদীপ জ্বলে নিভু নিভু

দমকা হাওয়ায় কাঁপে আয়ু শিখা!

প্রতিকূলতা টপকাতে অ-স্থির হয়ে উঠি

মিথ্যা আশ্বাসে জীবন জর্জরিত;

অধিক ক্লান্ত!

আলো বিলাতে গিয়ে সব-ই নিরর্থক!

না পেয়েছে কেউ জ্যোতিরেখা—

আঁধারে সবার মিনতি অনুভবনীয়।

না পেরেছি আঁধার ঘোচাতে,

না পেরেছি নেভাতে!

ব্যর্থতার বেড়াজালে সর্বদাই আবদ্ধ;

দু’চোখ থাকতেও অন্ধ

এলোমেলো দিশাহীন জীবনযাত্রায়

প্রতিনিয়তই ছন্দপতন!

অজানা জীবনের মর্মকথা

ছুটেছি সীমাহীন আয়ুরেখার গণ্ডিতে।

ক্ষণিকের রঙ্গমঞ্চে

একঘেয়েমি অভিনয়—

সেজেছি পাকাপক্ব ভিলেন!

সুপদ বিশ্বাস : সহশিক্ষক (জীববিজ্ঞান), নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, শ্যামনগর, সাতক্ষীরা। ২০২২ সালের অমর একুশে বইমেলায় তার ‘অসুস্থ পৃথিবী’, ‘অমানুষের ভিড়ে’, ‘অনন্য স্বদেশ’, ‘অনুভবে নারী’, ‘অদৃশ্য ভাগ্যরেখা’, ‘অভিমানী তুমি’, ‘অনুপম আদর্শ’, ‘অকোমান’, ‘অনুশোচনা’ ও ‘অনবদ্য যত পদ্য’ নামের দশটি বিষয়ভিত্তিক একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

 

Read Previous

এলিজা খাতুনের “চিটেধান, প্রার্থনামগ্ন মাটি” : একটি নিবিড় পাঠ

Read Next

মিথস্ক্রিয়ার বন্দনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *