
পুরাণের আলপথ ধরে
আমার বাবার মতো
আরো যেন কেউ গেছে চলে!
সূর্যের তাপে পুড়ে যাচ্ছে বিধবা রোদ।
রাতজীবীদের কাছে সূর্য
বড্ড বেহায়া।
মাইলপোস্টটার ‘পরে বসে
নিশ্চিন্তে পথ গুণছেন সাঈদ আহমেদ।
আমরা যারা তাঁকে চিনি না
তাদেরও পথ গুণতে হয় ইতস্তত।
পথ মোচড় মারার আগে
পিছে দেখি অনেকটা দূর—
পায়ুদ্বারের উপমাকে
জবরদস্তি করে তাহলে বসানো যাক।
আমাদের মিটার স্কেলে হাজার
মাইল দূর-দিকভ্রান্ত।