অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
এপ্রিল ৪, ২০২৫
২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এপ্রিল ৪, ২০২৫
২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্ধার্থ অভিজিৎ -
পথের পর্চা পেশ

E:\Anupranan Antorjal 3nd Issue- To Shafik For editing- 3rd Oct 2022\work_15.10.2022\akok kobita\shiddartho.jpg

পুরাণের আলপথ ধরে

আমার বাবার মতো

আরো যেন কেউ গেছে চলে!

সূর্যের তাপে পুড়ে যাচ্ছে বিধবা রোদ।

রাতজীবীদের কাছে সূর্য

বড্ড বেহায়া।

মাইলপোস্টটার ‘পরে বসে

নিশ্চিন্তে পথ গুণছেন সাঈদ আহমেদ।

আমরা যারা তাঁকে চিনি না

তাদেরও পথ গুণতে হয় ইতস্তত।

পথ মোচড় মারার আগে

পিছে দেখি অনেকটা দূর—

পায়ুদ্বারের উপমাকে

জবরদস্তি করে তাহলে বসানো যাক।

আমাদের মিটার স্কেলে হাজার

মাইল দূর-দিকভ্রান্ত।

 

Print Friendly, PDF & Email

Read Previous

অগ্নিবাসর

Read Next

নুশান : দ্য স্পেশাল চাইল্ড – প্রথম পর্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *