
বাড়িতে অন্ধকার আলো নেই কোথাও
নদীর তটে জাগে নরম মাটির সংসার
গাঙচড়ুইয়ের দাপাদাপি।
হ্যাজাকের আলোয় যাত্রাপালা
মনে পড়ে রাঙাবাবু
কেরোসিনের কুপি আর বাজেয়াপ্ত আমার সংসার।
মগ্নতার বর্ষায় প্লেটো নেমে আসবে— এসেছে
গীরিশ ঘোষের জলসায়।
সংলাপে— আলাপে ঘর বাঁধে রাঙাবাবু আর বিনোদিনী।
ঈশ্বর সমেত উপস্থিত বাঈজীর লবঙ্গলতা
বান্দার দুয়ারে…
কিছু কথা জেগে ওঠে বীভৎস শিৎকারে।