অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
মে ৬, ২০২৪
২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
মে ৬, ২০২৪
২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তৈমুর খান -
তৈমুর খানের গুচ্ছ কবিতা

দুর্বোধ সংসার

সোনালি বিশ্বাসের ভেতর
প্রশ্নের চাবি হাসতে থাকে
স্তব্ধতার ঘুম ভেঙে জেগে ওঠে
আলো—
আলোকে কি ভালোবাসা যায়?
সব ভালোবাসাগুলি হংসমিথুনের
জ্বরে কাঁপে
বিহ্বল বালুচরে ঝরে অবেলার গান

বালি খুঁড়ে খুঁড়ে
আমাদের পিপাসার দুর্বোধ সংসার
অপেক্ষা করে থাকে

 

যুদ্ধের গান

যদিও নষ্ট হতে থাকি
নষ্ট হওয়াও এক জাদু
নিজেরই ভাঙা টুকরোগুলো
যুদ্ধের ভাঙা তরবারি

বিলোল হাওয়ায় পাতা ঝরে
ঝরাপাতার বাজনায়
জেগে ওঠে সকাল
সকালে গেয়ে উঠি
যুদ্ধের গান…

আমার রক্ষিতা

সভায় কারা পরমজন ছিল?

আমি রক্ষিতার মুখ মনে করে
নিজেকে অন্ধকারে রাখি।
অন্ধকারে ঈশ্বর থাকেন
ঈশ্বরকে নিজের কথা বলি।
হিংসাযন্ত্রগুলি আশ্চর্য কৌশলে
চলাফেরা করে।
কাদের হাতে রক্ত লাগে?
এত রক্ত!
ভ্রমের ঔরসে আলো জ্বলে
আমি আলোহীন অন্ধকারের
চোখে চোখ রাখি—
অন্ধকার রক্ষিতা আমার।

জীবন তো উনুন
জীবন তো উনুন হয়ে জ্বলে
প্রেমের ভাত সেদ্ধ হয় কষ্টের আগুনে
কখনো কখনো হাতও পোড়ে

ওহে ভালোবাসা, এসো এসো
অতিথি আমার—
উদ্বেগের জ্বরে কাঁপছি থরথর
রাতজাগা চাঁদ দ্যাখো গড়ে যাচ্ছে
মাথার উপর…

সম্পর্ক

যাকে মনে রেখে রেখে ফুল ফোটাই
আমার বাঁচার বৃক্ষে আবার নতুন পাতা আসে
যাকে মনে রেখে রেখে আন্দোলিত শাখা-প্রশাখায়
এখনও বিলম্ব বসন্ত এসে হাসে

সে কি আমার স্মৃতির পথে আসে?
নিভৃত মুহূর্তগুলি যার স্পর্শে রঙিন
রঙিন চপ্পল তার এইখানে থেমে যায় এসে!

বরষার মেঘেরা সরে যায় একে একে
জল দিতে দিতে তাদের কলস শূন্য হয়
পাখিরা ডেকে ডেকে কত ডাক রেখে যায়
শূন্য ঘরের দরজা এখনও উন্মুখ জ্যোৎস্নায়

এখনও বাজেনি তার চুড়ি
অনন্ত বলয়ে এক সম্পর্ক বাঁধা আছে!

আজ ভ্রমণ শেষ হলো

রাতের শেষ তারাটির মতো জেগে আছ
আমার ভ্রমণ শেষ হলো—
নিপীড়িত পৃথিবীর পাদপীঠে
বড় একা মনে হলো আজ
আরক্তিম যন্ত্রণায়
ঘিরে আছে রাতের সমাজ!

হাতের আঙুলগুলি গুনে গুনে দেখি
ঠিকঠাক আছে সব—
নখের চিহ্নে এখনো গোলাপি দাগ
বসন্তরশ্মির স্বরলিপি—
তুমি এসেছিলে নিশিপদ্ম বনে
হৃদয় পেয়েছে ধূম তাই জাগরণে।

আজ ভ্রমণ শেষ হলো
ভোরের প্রলাপ নিয়ে
হেসে উঠুক সূর্য—
আমি ইতিহাসে ঢুকে যাওয়া যুগ…

_________

পরিচিতি : জন্ম ২৮ জানুয়ারি ১৯৬৭, বীরভূম জেলার রামপুরহাট ব্লকের পানিসাইল গ্রামে। পড়াশোনা : বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে মাস্টার ডিগ্রি এবং প্রেমেন্দ্র মিত্রের কবিতা নিয়ে পিএইচ.ডি প্রাপ্তি। পেশা : উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক। প্রকাশিত কাব্য : কোথায় পা রাখি (১৯৯৪), বৃষ্টিতরু (১৯৯৯), খা শূন্য আমাকে খা (২০০৩), আয়নার ভেতর তু যন্ত্রণা (২০০৪), বিষাদের লেখা কবিতা (২০০৪), একটা সাপ আর কুয়াশার সংলাপ (২০০৭), জ্বরের তাঁবুর নিচে বসন্তের ডাকঘর (২০০৮), প্রত্নচরিত (২০১১) ইত্যাদি।
পুরস্কার : কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার ও দৌড় সাহিত্য সম্মান।
ঠিকানা : রামরামপুর (শান্তিপাড়া), রামপুরহাট, বীরভূম, পিন-৭৩১২২৪, পশ্চিমবঙ্গ, ভারত। ফোন ৯৩৩২৯৯১২৫০

 

 

+ posts

Read Previous

স্বপঞ্জয় চৌধুরীর একগুচ্ছ কবিতা

Read Next

উন্মাদ কিংবা ভবঘুরে কূটালাপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *