অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
মার্চ ২৯, ২০২৪
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
মার্চ ২৯, ২০২৪
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আহমেদ টিকু – যুগল কবিতা

চিনিডাঙ্গা বিল

বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক

ডানপাশে চিনিডাঙ্গা বিল

ছলাৎ ছলাৎ ঢেউয়ে দোলে

লাল পদ্মফুল।

কর্পোরেট চোখ—

নাম দিয়েছে পদ্মকানন।

উন্মাতাল হাওয়ায়

পদ্মের ঘ্রাণ—

পাড়ের জেলে পাড়ায় ছড়ায় মোহনীয় আবেশ।

পদ্মরাঙা ঠোঁট কাজলটানা চোখ

ছুটে আসে— জেলেকন্যা কপিলা

হাওয়ায় ওড়ে তার কচুরিপানার

শেকড়ের মতো চুল।

ও কপিলা চল নায়ে ভাসি

পদ্ম তুলি— ভ্রমর হই

ফুলে বসি…

আমি আর সুখ

আমি আর সুখ

সমান্তরাল হাঁটি

আশার শস্যবীজ—

নৈরাশ্যের তুষার ভেদ করে

মাটিতে শেকড় বসাতেই পারে না।

বরফাচ্ছাদিত বাগান দেখে

ফিরে গেছে গানের কোকিল।

জমে গেছে রক্ত

জমে গেছে মগজ

থেমে গেছে চিন্তা-ভাবনা— চলাচল।

অস্তমিত চাঁদ দেখে তবু

উদয়াচলের দিকে চেয়ে থাকি।

 

+ posts

Read Previous

রূপান্তরের গল্পগাথায় কঠিন বাস্তবের আবরণে অতলান্ত বিষাদ

Read Next

রুদ্র সুশান্ত – যুগল কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *